সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:১১ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নতুন ধারার প্রচারণার দেখা মিলেছে। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল-এর কার্যকরী সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহবুবুর রহমান আরবি ভাষায় ভোট চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন, যা অনেকের মনোযোগ আকর্ষণ করেছে। এই অভিনব কৌশলটি প্রচলিত প্রচারণার ভিড় থেকে নিজেকে আলাদা করতে সাহায্য করেছে।
মাহবুব তার ভিডিওতে আরবি ভাষায় কথা বলেছেন এবং বাংলা সাবটাইটেল জুড়ে দিয়েছেন। ভিডিওতে তিনি নিজেকে কবি জসীম উদ্দীন হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন এবং ডাকসু সদস্য পদে তার ব্যালট নম্বর ৭৮ উল্লেখ করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে ডাকসুকে একটি জবাবদিহিমূলক এবং শিক্ষার্থীবান্ধব সংগঠনে পরিণত করবেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ তৈরির ওপর তিনি জোর দিয়েছেন।
ভোটের প্রচারে এমন নতুনত্ব বেছে নেওয়ার বিষয়ে মাহবুব বলেন, নির্বাচনের প্রার্থীদের ভিড়ে সবার কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ২১৭ জন সদস্য পদের প্রার্থীর মধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি এই ভিডিওটি তৈরি করেছেন। তিনি বাংলা ও ইংরেজি ভাষার ভিডিওও প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন। সুফি ঘরানার জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে আলিম পাস করা মাহবুব জানান, আরবি ভাষার ভিডিওটি ধারণ করতে তাকে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তার ছোট ভাই সহায়তা করেছেন।
মাহবুবের এই প্রচেষ্টা বামপন্থী রাজনীতিকে ধর্মবিদ্বেষী হিসেবে কোণঠাসা করার যে প্রচলিত ধারণা, তা দূর করার একটি চেষ্টাও বটে। তার এই অভিনব কৌশল ভোটারদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং আলোচনা তৈরি করেছে।