শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২
ডাকসু নির্বাচন

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:৪৩ পিএম

ডাকসু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহিন সরকার

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক এনসিপি নেতা মাহিন সরকার। একই সঙ্গে তিনি গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)-এর প্রার্থী আবু বাকের মজুমদারকে তার পূর্ণ সমর্থন ঘোষণা করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মাহিন সরকার তার এই সিদ্ধান্তের পেছনে গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, "সব জায়গায় গণঅভ্যুত্থানের শক্তিসমূহের মধ্যে ঐক্য থাকা জরুরি। তাই আমি মনে করি, অভ্যুত্থানের প্রথম সারির কেউ যদি ডাকসুতে নির্বাচিত হন, তাহলে তিনি অন্য যে কারোর চেয়ে বেশি দায়িত্বশীল থাকবেন।

" তিনি আরও বলেন, আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তিনি যদি বিজয়ী হন, সেটা তার নিজের বিজয় হিসেবেই গণ্য হবে। এই বক্তব্যের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ছাত্র রাজনীতির বৃহত্তর স্বার্থে তিনি তার ব্যক্তিগত প্রার্থিতা ত্যাগ করেছেন। মাহিন সরকারের এই পদক্ষেপ ডাকসু নির্বাচনের প্রেক্ষাপটে একটি নতুন দিক উন্মোচন করেছে।