শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:১৬ পিএম

ইসরায়েলি হামলায় গাজায় আরও ৭৫ ফিলিস্তিনি নিহত

ছবি - সংগৃহীত

গাজায় ইসরায়েলি সেনাদের তীব্র হামলা অব্যাহত রয়েছে, যার ফলে গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৪৪ জন নিহত হয়েছেন শুধু গাজা সিটিতেই। বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়। আলজাজিরার খবরে বলা হয়েছে, উত্তর গাজার প্রধান নগরকেন্দ্র গাজা সিটিতে ইসরায়েলি হামলা এখনো চলছে। রাতভর হামলায় ১৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩০ শতাংশই শিশু।

অর্থাৎ প্রতিদিন গড়ে ২৮ জন শিশু নিহত হচ্ছে। একই সময়ে গাজায় এ পর্যন্ত ৬৪ হাজার ২৩১ জন নিহত এবং ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছেন। এই চলমান সংঘাত আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে, এবং বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।