সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:০০ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় অগণিত। প্রতিদিন কোটি কোটি মানুষ সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ফেসবুকে সময় কাটান। কিন্তু অনেকেই অভিযোগ করেন যে, তাদের পোস্টের ভিউ বা লাইক আশানুরূপ হয় না। বিশেষজ্ঞরা বলছেন, ভালো কনটেন্টের পাশাপাশি সঠিক সময়ে পোস্ট দেওয়াও ভিউ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল।
নেটকম লার্নিংয়ের এআই প্রশিক্ষক এবং ডিজিটাল মিডিয়া এক্সপার্ট অমৃত মলঙ্গী এই বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেন, 'আপনার ফলোয়ারদের মধ্যে অধিকাংশ মানুষ কখন অনলাইনে থাকেন, সেটি হচ্ছে টেকনিক্যাল বিষয়।' তিনি আরও বলেন, ফেসবুক ভিউ আসলে অনেক ফ্যাক্টরের ওপর নির্ভর করে।
তবে বাংলাদেশের ক্ষেত্রে তিনি দেখেছেন যে, সন্ধ্যার পরের সময়টাতে এনগেজমেন্ট বেশি থাকে। অর্থাৎ, এই সময়ে পোস্ট করলে তা বেশি মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা থাকে।
অমৃত মলঙ্গী সতর্ক করে বলেন, 'সময়ই একমাত্র মানদণ্ড নয়। দিন শেষে কন্টেন্ট ইজ কিং।' তার মতে, যদি কন্টেন্ট ভালো হয় এবং তাতে মেকিংয়ে পাওয়ার থাকে, তাহলে যে কোনো সময়ে পোস্ট দিলেও এনগেজমেন্ট ভালো থাকবে। তবে ছোট পেজগুলোর ক্ষেত্রে সময় কিছুটা হলেও প্রভাব ফেলে।
বিভিন্ন গবেষণা অনুযায়ী, সপ্তাহের কাজের দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টার মধ্যে পোস্ট দিলে ভালো সাড়া পাওয়া যায়। এরপর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে পোস্ট দিলে লাইকের সংখ্যা অনেক বেড়ে যায়। ছুটির দিনগুলোতেও সকালের দিকে এবং বিকেলে বেশি ভিউ পাওয়া যায়।
-
অডিয়েন্স রিসার্চ: আপনার টার্গেট অডিয়েন্স কখন বেশি সক্রিয় তা ফেসবুক ইনসাইটস থেকে জেনে নিন।
-
কন্টেন্টের ধরন: যদি আপনার কন্টেন্ট বিনোদনমূলক হয়, তবে সন্ধ্যায় বা ছুটির দিনে পোস্ট করা ভালো। পেশাদার কন্টেন্ট হলে কাজের সময়ে পোস্ট করলে বেশি ফল পাওয়া যায়।
-
ভিডিওর দৈর্ঘ্য: ৩ মিনিটের বেশি দৈর্ঘ্যের ভিডিও ফেসবুকে ভালো রিচ পায়, কারণ এগুলো ফেসবুক ওয়াচে প্রচারের সম্ভাবনা বেশি থাকে।
-
ট্রেন্ডিং রিলস: ১৫-৩০ সেকেন্ডের ছোট রিলস ভিডিও ট্রেন্ডিং হলে দ্রুত ভাইরাল হতে পারে।
-
সক্রিয়তা: পোস্ট করার পর প্রথম ৩০-৬০ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে দ্রুত এনগেজমেন্ট বাড়ানোর জন্য পোস্টটি শেয়ার করা যেতে পারে।