সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:১৯ পিএম
অ্যাপল তাদের পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য একটি বড় সুখবর নিয়ে এসেছে। নতুন মডেলের আইফোন ১৭ সিরিজ এবং আইওএস ২৬ উন্মোচনের আগে, পুরোনো আইফোন মডেলগুলোতে শেষবারের মতো আইওএস ১৮ অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ আসবে। এই সিদ্ধান্তটি পুরোনো আইফোন ব্যবহারকারীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।
আমাদের অনুসন্ধানে জানা গেছে, আগামী ৯ সেপ্টেম্বর অ্যাপল তাদের নতুন আইফোন ১৭ সিরিজের সঙ্গে আইওএস ২৬ অপারেটিং সিস্টেম উন্মোচন করবে। তবে বহুল আলোচিত এই সংস্করণের আগে আইওএস ১৮.৭ নামে আরও একটি আপডেট আনার প্রস্তুতি নিয়েছে অ্যাপল।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার্স জানিয়েছে, আইওএস ২৬ উন্মুক্তের দিনই আইওএস ১৮.৭ আসবে। তবে এতে নতুন কোনো সুবিধা যুক্ত হওয়ার সম্ভাবনা নেই। মূলত, নিরাপত্তার দুর্বলতা দূর করতেই এই সংস্করণটি প্রকাশ করা হচ্ছে। আইফোন এক্সএস, আইফোন এক্সএস ম্যাক্স ও আইফোন এক্সআর মডেলগুলোতে এই নতুন সংস্করণ ব্যবহার করা যাবে।
অন্যদিকে, আইওএস ২৬-এর নতুন ফিচারগুলো নিয়েও প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। এই সংস্করণে লিকুইড কাচের মতো নতুন ইউআই (ইউজার ইন্টারফেস) যুক্ত করা হবে।
অ্যাপলের তথ্যমতে, আইফোন ১১ থেকে পরবর্তী সব মডেলের আইফোনে আইওএস ২৬ ব্যবহার করা যাবে। এছাড়াও, নতুন আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলগুলোতে আইওএস ২৬ প্রি-ইনস্টল করা থাকবে।