শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

গওহর খান দ্বিতীয়বার মা হলেন, সুখবর দিলেন ভক্তদের

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৩০ পিএম

গওহর খান দ্বিতীয়বার মা হলেন, সুখবর দিলেন ভক্তদের

ছবি - সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেত্রী গওহর খান দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তিনি এবং তার স্বামী জায়েদ দরবার একটি যৌথ বিবৃতির মাধ্যমে এই সুখবরটি তাদের ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। গত ১ সেপ্টেম্বর এই দম্পতি তাদের দ্বিতীয় পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন।

গওহর খান এবং জায়েদ দরবার তাদের বিবৃতিতে বলেন, "বিসমিল্লাহির রাহমানির রাহিম। জেহান অত্যন্ত আনন্দের সঙ্গে তার রাজত্ব ভাগ করে নিতে পেরে খুশি। কারণ তার নতুন ছোট ভাই ১ সেপ্টেম্বর জন্ম নিয়েছে।

আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করছি। আমরা কৃতজ্ঞ।" এই ঘোষণার মাধ্যমে তারা তাদের প্রথম পুত্র জেহানের ভাই হওয়ার খবর প্রকাশ করেছেন।

তাদের প্রেমকাহিনী শুরু হয়েছিল করোনা মহামারির সময়। লকডাউন শিথিল হওয়ার পর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকে বিয়ে করেন গওহর। বয়সের ব্যবধান সত্ত্বেও তাদের প্রেম ও বিয়ে বিনোদন জগতে বেশ সাড়া ফেলেছিল।

গওহর জায়েদের চেয়ে ৯ বছরের বড়, তবে বয়স তাদের ভালোবাসার পথে কোনো বাধা হতে পারেনি। ২০২৩ সালের ১১ মে তাদের প্রথম পুত্র জেহানের জন্ম হয়। গওহর প্রায় দুই দশক ধরে বিনোদন জগতে কাজ করছেন, এবং টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, সব মাধ্যমেই তার অবাধ বিচরণ।