সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৪৭ পিএম
নির্বাচন কমিশন (ইসি) সম্প্রতি ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। এই পরিবর্তিত আসনগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনও রয়েছে, যা নিয়ে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই সীমানা পুনর্বিন্যাসে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন - বুধন্তি ও চান্দুরা - আশুগঞ্জ ও সরাইল উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে।
রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, এই নতুন অন্তর্ভুক্ত অঞ্চলগুলো মূলত ২০০৮ সালের নির্বাচনের আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের অংশ ছিল। তৎকালীন সেনা-সমর্থিত সরকারের অধীনে ড. শামসুল হুদা কমিশন এই এলাকার পুনর্বিন্যাস করেছিল।
তিনি বলেন, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান এবং যাতায়াত ব্যবস্থার দিক থেকে এই অঞ্চলগুলো অন্য কোনো নির্বাচনী এলাকায় অন্তর্ভুক্ত থাকার কোনো কারণ নেই। ইসির এই সিদ্ধান্তকে তিনি 'যথার্থ' বলে মন্তব্য করেছেন।
তবে, রুমিন ফারহানা জানান যে, ইসির প্রস্তাবনা অনুযায়ী বিজয়নগরের হরষপুর ইউনিয়নটিও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল, যা চূড়ান্ত গেজেটে স্থান পায়নি। এই বিষয়টি তাকে কিছুটা হতাশ করেছে।
উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণের এই প্রক্রিয়ায় গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। গাজীপুরে নতুন আসনটি হলো গাজীপুর-৬, আর বাগেরহাটের মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা দুটি বাগেরহাট-৩ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এই পরিবর্তনগুলো দেশের রাজনৈতিক মানচিত্রে নতুন করে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।