সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৫৩ এএম
বাহুবলী' ও 'আরআরআর'-এর মতো ব্লকবাস্টার সিনেমার সফল পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী ছবি 'এসএসএমবি ২৯' নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবু ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, ছবিটির বাজেট ১ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, এই সিনেমার বাজেট প্রায় ১৩৫ মিলিয়ন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১৮৮ কোটি টাকার সমান। এটি এশিয়ার সিনেমার ইতিহাসে অন্যতম বড় বাজেটের ছবি হতে যাচ্ছে।
ইতিমধ্যেই ছবির মহরৎ সম্পন্ন হয়েছে এবং কেনিয়ার মনোরম পরিবেশে এর একটি বড় অংশের শুটিং শেষ হয়েছে। মাসাই মারা, লেক নাইভাশা, সাম্বুরু, মাউন্ট কিলিমাঞ্জারো এবং আম্বোতেলির মতো জনপ্রিয় লোকেশনে ছবির গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ করা হয়েছে।
শুটিংয়ের ফাঁকে পরিচালক রাজামৌলি কেনিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। মুসালিয়া মুদাবাদী তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ছবির টিমের সঙ্গে সাক্ষাতের ছবি শেয়ার করে জানান, ছবিটি ১২০টি দেশে মুক্তি পাবে।
শোনা যাচ্ছে, 'এসএসএমবি ২৯' দুটি পর্বে মুক্তি পেতে পারে, যদিও এ বিষয়ে নির্মাতারা এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। তবে প্রিয়াঙ্কা ও মহেশ বাবুর এই নতুন জুটিকে পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের অনুরাগীরা।