সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:১৯ পিএম
যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালতের বিচারক অমিত পি. মেহতা টেক জায়ান্ট গুগলকে তার সার্চ ব্যবসা ভাঙতে বাধ্য করার পরিবর্তে, তাদের ব্যবসায়িক নীতিতে বড় পরিবর্তন আনার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনার মূল লক্ষ্য হলো গুগলের একচেটিয়া ক্ষমতা রোধ করে অনলাইন বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিচারক তার প্রাথমিক প্রতিকারমূলক ব্যবস্থা ঘোষণা করেন, যার মধ্যে অন্যতম হলো গুগল এখন থেকে আর সার্চ, ক্রোম, গুগল অ্যাসিস্ট্যান্ট বা জেমিনিকে অন্য অ্যাপস বা রাজস্ব চুক্তির সঙ্গে বেঁধে রাখতে পারবে না। এর অর্থ হলো, প্লে স্টোর লাইসেন্সের শর্তে নির্দিষ্ট অ্যাপস বিতরণ বা রেভিনিউ-শেয়ার চুক্তির মাধ্যমে অ্যাপ রাখার শর্ত চাপিয়ে দেওয়া যাবে না।
এছাড়া, গুগলকে যোগ্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নির্দিষ্ট সার্চ ইনডেক্স ও ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশন ডেটা শেয়ার করতে হবে। এর পাশাপাশি, তাদের সার্চ ও সার্চ বিজ্ঞাপন সেবা প্রতিদ্বন্দ্বীদের কাছে স্ট্যান্ডার্ড রেটে দিতে হবে, যাতে তারা নিজেদের প্রযুক্তি উন্নয়ন করতে পারে। বিচারক মেহতা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে গুগল ও মার্কিন বিচার বিভাগকে (ডিওজে) আলোচনার মাধ্যমে একটি সংশোধিত চূড়ান্ত রায় জমা দিতে বলেছেন। এই রায়টি এমন এক বছর পর এলো, যখন বিচারক মেহতা পূর্ববর্তী রায়ে বলেছিলেন যে গুগল অবৈধভাবে অনলাইন সার্চ বাজারে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে।
এই রায়ের ফলে অ্যাপলের মতো যেসব কোম্পানির সঙ্গে গুগলের ডিফল্ট সার্চ চুক্তি রয়েছে, তা বাতিল না হলেও ভবিষ্যতে এমন চুক্তি নতুন করে করা কঠিন হতে পারে। উল্লেখ্য, গুগল কেবল ২০২১ সালেই ডিফল্ট সার্চের জায়গা নিশ্চিত করতে ২৬ বিলিয়ন ডলারের বেশি খরচ করেছিল, যার প্রায় ১৮ বিলিয়ন ডলারই গিয়েছিল অ্যাপলের কাছে। বিচারক মেহতা এই চুক্তিগুলোকে প্রতিযোগিতার জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন।
মার্কিন বিচার বিভাগ যদিও গুগলকে ক্রোম ব্রাউজার ও অ্যান্ড্রয়েড বিক্রি করতে বাধ্য করার মতো কঠোর শাস্তির দাবি জানিয়েছিল, বিচারক মেহতার রায়টি অপেক্ষাকৃত কম কঠোর। তবে এই রায় গুগলের অন্যান্য অ্যান্টিট্রাস্ট মামলার ফলাফলেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে, বিজ্ঞাপন প্রযুক্তির বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য নিয়ে চলা আরেকটি মামলার প্রতিকারমূলক শুনানি সেপ্টেম্বরের শেষে শুরু হবে। এই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হতে ২০২৭ সালের শেষ বা ২০২৮ সালের শুরু পর্যন্ত সময় লাগতে পারে।