সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৩:০৩ পিএম
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ সালের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিতব্য এই মহাযজ্ঞের জন্য ভক্তদের জন্য একটি বড় সুখবর দিয়েছে ফিফা: এই মাস থেকেই শুরু হচ্ছে টিকিট বিক্রির প্রক্রিয়া।
ফিফার ঘোষণা অনুযায়ী, গ্রুপ পর্বের একটি ম্যাচের টিকিটের দাম ৬০ ডলার থেকে শুরু হবে, আর ফাইনালের জন্য সর্বোচ্চ টিকিটের দাম ধরা হয়েছে ৬,৭১০ ডলার। তবে টিকিটের দাম চাহিদার ওপর নির্ভর করে ওঠানামা করবে। ভক্তরা চাইলে একক ম্যাচের টিকিট, নির্দিষ্ট ভেন্যুর টিকিট, অথবা দলভিত্তিক প্যাকেজও কিনতে পারবেন। প্রতিটি ম্যাচে একজন সর্বোচ্চ চারটি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।
টিকিট বিক্রির প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হবে। ভিজা কার্ড ব্যবহারকারীরা ১০ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ফিফার ওয়েবসাইটে নিবন্ধন করে প্রি-সেল ড্রতে অংশ নিতে পারবেন। এই ড্র থেকে নির্বাচিত ভক্তরা ১ অক্টোবর থেকে টিকিট কেনার আবেদন করার সুযোগ পাবেন। এরপর ২৭ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপের নিবন্ধন শুরু হবে, এবং বিক্রি শুরু হবে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের শুরুর দিকে। ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয় ধাপের টিকিট বিক্রি শুরু হবে।
এছাড়া, টুর্নামেন্ট যত ঘনিয়ে আসবে, অবশিষ্ট টিকিটগুলো 'আগে এলে আগে পাবেন' ভিত্তিতে বিক্রি করা হবে। ফিফা সমর্থকদের জন্য বিশেষ টিকিটের সুবিধাও চালু করছে, যেখানে একই দলের ভক্তরা একসঙ্গে বসে খেলা উপভোগ করতে পারবেন। ভক্তদের সুবিধার জন্য একটি অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মও চালু করা হবে।