রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

সড়ক দুর্ঘটনায় নিহত জোটা ও তার ভাইকে সম্মান জানাল পর্তুগাল ফুটবল ফেডারেশন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:৫১ এএম

সড়ক দুর্ঘটনায় নিহত জোটা ও তার ভাইকে সম্মান জানাল পর্তুগাল ফুটবল ফেডারেশন

ছবি - সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত ফুটবলার দিয়েগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভার প্রতি শ্রদ্ধা জানিয়েছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। রাজধানী লিসবনের সেলেকাও ট্রেনিং সেন্টারে এক বিশেষ অনুষ্ঠানে এই দুই প্রয়াত ফুটবলারের সম্মানার্থে তাদের জার্সি নম্বর সম্বলিত দুটি ভাস্কর্য উন্মোচন করা হয়। এই আবেগঘন অনুষ্ঠানে পর্তুগাল জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, ফুটবল কর্মকর্তা, দেশটির প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনেগ্রো এবং বিশ্বখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিনেগ্রো বলেন, "জোটা ও আন্দ্রের পরিবারের প্রতি আমাদের কৃতজ্ঞতা চিরন্তন। তাদের এই ত্যাগ ও অবদান আমরা কখনো ভুলব না।" তিনি আরও বলেন, জোটা শুধু মাঠেই নন, হৃদয়ে থেকেও পর্তুগিজ ফুটবলের অংশ হয়ে থাকবেন।

জোটা জাতীয় দলে ২১ নম্বর জার্সি পরতেন। তার মৃত্যুর পর সেই জার্সিটি এখন তার ঘনিষ্ঠ বন্ধু ও সতীর্থ রুবেন নেভেস গ্রহণ করেছেন। রুবেন নেভেস বলেন, "আমি জোটার পরিবারের অনুমতি নিয়েই এই জার্সি নম্বর নিতে চেয়েছি। এটা শুধু একটা নম্বর নয়, ওর স্মৃতির প্রতীক। আমি চাই ও মাঠে না থেকেও আমাদের সঙ্গে থাকুক, প্রতিটি ম্যাচে, প্রতিটি মুহূর্তে।"

অনুষ্ঠানে জোটা ও আন্দ্রের পরিবারের সদস্যদের হাতে বিশেষ সম্মাননা স্মারক, অ্যাওয়ার্ড এবং ডিপ্লোমা তুলে দেওয়া হয়। জাতীয় দলের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলা হয়, জোটা ও তার ভাইয়ের অবদান পর্তুগালের ফুটবল ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই আবেগঘন মুহূর্তের মধ্যেই পর্তুগাল তাদের আগামী বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা আগামী ৬ সেপ্টেম্বর আর্মেনিয়া এবং ১০ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে।