সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৫৫ পিএম
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে সদ্য প্রতিষ্ঠিত পুলিশ তদন্তকেন্দ্রে হামলাকারী নৌ ডাকাত নয়ন-পিয়াস ও তাদের সহযোগীরা দেশ ছেড়ে পালিয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছে এবং দেশে ফিরলে তাদের ঠাঁই হবে কেরানীগঞ্জের কারাগারে। শনিবার বিকেলে জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তিনি নৌ ডাকাতদের এই চক্র সম্পর্কে অবগত আছেন। তাদের হাতে থাকা থানা থেকে লুট করা অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। তিনি জানান, অস্থায়ী পুলিশ ক্যাম্পটিকে স্থায়ী করতে ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং খুব শিগগিরই এটি স্থায়ী রূপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে উপদেষ্টা বলেন, পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে এবং এ বিষয়ে তথ্য প্রদানকারীদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।