রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগণের কাছে জিন্নাহ কবির

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৪৯ পিএম

তারেক রহমানের ৩১ দফা নিয়ে জনগণের কাছে জিন্নাহ কবির

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির। শনিবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড ও বাজারসহ বিভিন্ন এলাকায় তিনি এই কর্মসূচি পালন করেন।

পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত সভায় জিন্নাহ কবির বলেন, “আগামী বাংলাদেশ সুষ্ঠুভাবে গড়ে তুলতে হলে তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। এই দফার মধ্যে প্রত্যন্ত কৃষক থেকে শুরু করে দেশের সব শ্রেণির মানুষের কথা বলা হয়েছে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবেন, বেকারদের চাকরি না হওয়া পর্যন্ত রাষ্ট্র বেকার ভাতার ব্যবস্থা করবে। এ ছাড়া, কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এতে করে দেশে স্বৈরাচারী শাসক হয়ে ওঠার সুযোগ থাকবে না।”

তিনি উপস্থিত সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ দেওয়ার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লোকমান হোসেন, জেলা কৃষক দলের সহসভাপতি মাসুদুর রহমান এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।