সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:০২ পিএম
চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সামনে অশালীন অঙ্গভঙ্গি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আরিয়ান ইব্রাহীম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফটিকছড়ি পৌরসভার শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিয়ান ওই এলাকার মৃত মো. মুছার ছেলে।
পুলিশ জানায়, আরিয়ান দুপুরে চট্টগ্রামের জশনে জুলুসে যাওয়ার পথে হাটহাজারী মাদরাসার সামনে দাঁড়িয়ে অশালীন ভঙ্গি করে একটি ছবি তোলেন। ছবিটি ফেসবুকে পোস্ট করার পর মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফটিকছড়ি ও হাটহাজারীর কওমি অঙ্গনে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগের বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, উসকানিমূলক ফেসবুক আইডিটি ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঘটনার পরপরই থানা পুলিশকে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।