শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
উদ্বেগ ও নিন্দা জামায়াতের

লাশ পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না: জামায়াতে ইসলামী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০২:০৪ পিএম

লাশ পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না: জামায়াতে ইসলামী

ছবি - সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এ ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র সদস্যরা পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন, তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এই ঘটনা মানবিক ও ধর্মীয় মূল্যবোধের চরম লঙ্ঘন।”

জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামি আদর্শের ভিত্তিতে পরিচালিত দল। সমাজ বা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ডকে তারা সমর্থন করে না। তিনি বলেন, “দেশে শান্তি প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতে ইসলামী সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। তাই এ ঘটনার সঙ্গে জামায়াতের নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক।”

বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ ও রাষ্ট্রে অশান্তি সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”