সেপ্টেম্বর ৬, ২০২৫, ০১:৩৭ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার দুপুরে তিনি হাসপাতালের পুরাতন ভবনের ভিভিআইপি ১নং কেবিনে গিয়ে নুরের স্বাস্থ্যের খবর নেন।
গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নুরুল হক নুর ও তার দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনসহ অন্তত ৫০ জন আহত হন। নুর গুরুতর আহত হলে তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে গত ৩০ আগস্ট বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছিলেন। তখন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে নুরকে দেখে আসেন। গণঅধিকার পরিষদের সভাপতির শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপির শীর্ষ নেতাদের এই পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।