সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:২৮ পিএম
আসন্ন ২০২৫-২৬ চ্যাম্পিয়নস লিগ মৌসুমের জন্য নিজেদের ২৩ সদস্যের ‘এ লিস্ট’ দল ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই দলে ইনজুরি আক্রান্ত খেলোয়াড় এবং নিবন্ধন জটিলতায় থাকা তারকাদের রাখা হয়েছে, যা একপ্রকার চমক হিসেবেই দেখছেন ফুটবল বিশ্লেষকরা। নতুন কোচ হানসি ফ্লিক তার স্কোয়াডে সাবেক দলনেতা মার্ক-আন্দ্রে টের স্টেগেন ও তরুণ উইঙ্গার রুনি বারদগজিকেও রেখেছেন।
পিঠের অস্ত্রোপচারের কারণে অন্তত ২০২৬ সালের শুরু পর্যন্ত মাঠে ফেরার কোনো সম্ভাবনা নেই জার্মান গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেনের। তার চিকিৎসা সংক্রান্ত নথি লা লিগায় জমা না দেওয়ায় এক পর্যায়ে শাস্তিমূলক পদক্ষেপও নেয় বার্সা। পরে সমঝোতায় পৌঁছালে তার অনুপস্থিতিকে কাজে লাগিয়ে লা লিগায় জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করানো হয়। অন্যদিকে, ডেনিশ ফরোয়ার্ড রুনি বারদগজিকে ১ সেপ্টেম্বরের ডেডলাইনের আগে লা লিগায় নিবন্ধন করানো সম্ভব হয়নি। তবে ক্লাব আশা করছে খুব শিগগিরই অর্থ ছাড় হলে এই সমস্যার সমাধান হবে।
টের স্টেগেন সম্ভাব্য নকআউট পর্বে, অর্থাৎ জানুয়ারির শেষ দিক বা ফেব্রুয়ারি থেকে দলে ফিরতে পারেন। এছাড়া, গিলে ফের্নান্দেজ, টনি ফের্নান্দেজ, ড্রো, জোফ্রে টরেন্টস ও গোলকিপার দিয়েগো কোচেনকে নিয়ে গঠিত বার্সার তরুণ খেলোয়াড়দের ‘বি লিস্ট’ খুব শিগগিরই প্রকাশ করা হবে।
বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের স্কোয়াড (এ লিস্ট):
-
গোলরক্ষক: মার্ক-আন্দ্রে টের স্টেগেন, জোয়ান গার্সিয়া, ভয়চেখ সেজনি।
-
ডিফেন্ডার: জুলে কুন্দে, এরিক গার্সিয়া, রোনাল্ড আরাউহো, পাও কুবারসি, জেরার্দ মার্টিন, আলেহান্দ্রো বালদে, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
-
মিডফিল্ডার: মার্ক কাসাদো, পেদ্রি, গাভি, ফ্রেংকি ডি ইয়ং, মার্ক বের্নাল, ফার্মিন লোপেজ।
-
ফরোয়ার্ড: দানি ওলমো, লামিনে ইয়ামাল, রবার্ট লেভানদোস্কি, রাফিনিয়া, মার্কাস রাশফোর্ড, ফেরান তোরেস, রুনি বারদগজি।