রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

ভারত-পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১৫ হাজার টাকা: অনলাইনে শুরু হয়েছে বিক্রি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১২:৪৬ পিএম

ভারত-পাকিস্তান ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১৫ হাজার টাকা: অনলাইনে শুরু হয়েছে বিক্রি

ছবি - সংগৃহীত

মাত্র পাঁচ দিন পর শুরু হচ্ছে এশিয়া কাপ ২০২৫। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠলেও, সবচেয়ে বেশি উত্তেজনা সৃষ্টি হয়েছে ১৪ সেপ্টেম্বরের ম্যাচটিকে ঘিরে, যেখানে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এটিই প্রথমবার দুই দলের মুখোমুখি লড়াই, তাই এই ম্যাচের টিকিটের চাহিদা এখন তুঙ্গে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ইতোমধ্যে তাদের অফিসিয়াল পোর্টালে এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু করেছে। দর্শকদের জন্য তিনটি ভিন্ন প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।

তিনটি প্যাকেজে টিকিট বিক্রি:

  • প্যাকেজ ১ (গ্রুপ পর্ব): গ্রুপ ‘এ’ এর ম্যাচগুলো দেখতে চাইলে ভক্তদের এই প্যাকেজ কিনতে হবে, যার সর্বনিম্ন মূল্য ৪৭৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫,৭০০ টাকা)। ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকায় এই ম্যাচের সর্বনিম্ন টিকিট মূল্যও এটিই।

  • প্যাকেজ ২ (সুপার ফোর): সুপার ফোর পর্বের ম্যাচগুলো দেখার জন্য এই প্যাকেজ বেছে নিতে হবে, যার শুরু মূল্য ৫২৫ দিরহাম (প্রায় ১৭,৪০০ টাকা)।

  • প্যাকেজ ৩ (সুপার ফোর ও ফাইনাল): এই প্যাকেজে দুটি সুপার ফোর ম্যাচ এবং ফাইনাল দেখার সুযোগ রয়েছে। এর সর্বনিম্ন টিকিট মূল্যও ৫২৫ দিরহাম।

অনলাইন ছাড়াও, খুব শিগগিরই দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিস থেকেও দর্শকরা সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন।