শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে অবরোধ: দুর্ভোগে যাত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১২:৩৯ পিএম

ভাঙ্গা-ফরিদপুর-খুলনা মহাসড়কে অবরোধ: দুর্ভোগে যাত্রী

ছবি - সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি ইউনিয়নকে স্থানীয় সংসদীয় আসন থেকে বিচ্ছিন্ন করে অন্য একটি আসনের সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ায় সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) থেকে ভাঙ্গা উপজেলার আলগি এবং হামিরদী—এই দুটি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসন (নগরকান্দা-সালথা)-এর সঙ্গে যুক্ত করে একটি গেজেট প্রকাশ করে। এই খবর ছড়িয়ে পড়লে ভাঙ্গা উপজেলার সর্বসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।

সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষ ঢাকা-খুলনা মহাসড়কের সুয়াদি এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করেন।

স্থানীয়দের দাবি, এই দুটি ইউনিয়ন স্বাধীনতার পর থেকেই ভাঙ্গা উপজেলার সঙ্গে সংযুক্ত। তারা তাদের জীবন থাকতে নগরকান্দার সঙ্গে অন্তর্ভুক্ত হতে দেবেন না। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, ভাঙ্গা উপজেলার সঙ্গে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরবেন না।

বিক্ষুব্ধ জনতার এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। তিনি জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান বলেন, "মহাসড়কে গাড়ির চাপ বেড়ে গেছে। আমরা বুঝিয়েও অবরোধকারীদের উঠাতে পারছি না।" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।