শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২৫, ১০:০৮ এএম

রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক

ছবি- সংগৃহীত

রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, মে মাসে ৫ জন, জুনে ৮ জন, জুলাই মাসে ৩৮ জন এবং আগস্ট মাসে ৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। ডেঙ্গুর প্রকোপ বাড়লেও মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। মশার উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করছেন।

পৌর এলাকার বাসিন্দারা বলছেন, গত এক বছর ধরে শহরে মশা মারার কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। ড্রেনে কোনো কীটনাশক দেওয়া হচ্ছে না এবং ফগার মেশিনের শব্দও শোনা যায় না। এতে মশার উপদ্রব ব্যাপক বেড়েছে। বিনোদপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা সুজন কুমার বিষ্ণু জানান, তাদের এলাকায় ড্রেন ও নালা অপরিষ্কার থাকায় মশার উপদ্রব মারাত্মকভাবে বেড়েছে। একইভাবে, ৫নং ওয়ার্ডের বাসিন্দা কুতুব উদ্দিনও মশা নিধনে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার কথা তুলে ধরেন। লক্ষ্মীকোলের বাসিন্দা তন্ময় কুমার সাহা বলেন, মশা থেকে বাঁচতে তাদের প্রতিদিন কয়েল জ্বালাতে হচ্ছে, যা বাড়তি খরচের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়াচ্ছে।

এদিকে, রাজবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী জানান, পর্যাপ্ত কাভার্ড ভ্যান না থাকায় পৌর অঞ্চলের বর্জ্য ঠিকমতো পরিষ্কার করা যাচ্ছে না। এছাড়া, মশা নিধনের প্রয়োজনীয় ওষুধের অভাব এবং মাত্র দুটি ফগার মেশিন সচল থাকায় তারা নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এ বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, বর্তমানে ডেঙ্গুর মৌসুম চলছে। রাজবাড়ীতে ডেঙ্গু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে এবং চলতি বছরে ডেঙ্গুতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি সতর্ক করেন।