শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২
ইউক্রেনকে হারাল ফ্রান্স

এমবাপ্পে-ওলিসের গোলে ইউক্রেনকে হারাল ফ্রান্স

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:০৭ পিএম

এমবাপ্পে-ওলিসের গোলে ইউক্রেনকে হারাল ফ্রান্স

ছবি - সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে দাপুটে জয় দিয়ে মিশন শুরু করেছে ফ্রান্স। পোল্যান্ডের রোক্ল শহরে অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে ফরাসিরা। ২০২২ বিশ্বকাপের ফাইনালের পর এটি ছিল ফ্রান্সের প্রথম বিশ্বকাপ বাছাই ম্যাচ। এই জয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষে উঠে এসেছে দিদিয়ের দেশমের দল।

ম্যাচের শুরু থেকেই ইউক্রেনকে চেপে ধরে ফ্রান্স। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য দেখিয়ে ম্যাচের দশম মিনিটেই মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় তারা। ব্র্যাডলি বারকোলার নিখুঁত পাসে বল পেয়ে ওলিসে ঠান্ডা মাথায় জালে বল জড়ান। এরপরও গোলের একাধিক সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু ইউক্রেনের গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের অসাধারণ কিছু সেভে প্রথমার্ধে আর গোল পায়নি ফ্রান্স।

বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউক্রেন। তারা গোলের কাছাকাছিও চলে গিয়েছিল, কিন্তু ফরাসি রক্ষণভাগের দৃঢ়তায় এবং একবার পোস্টে লেগে বল ফিরে আসায় গোলবঞ্চিত হয়। অবশেষে ম্যাচের ৮২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে তার জাদুকরি পারফরম্যান্সে জয় নিশ্চিত করেন। সতীর্থ অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে বল নিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে ইউক্রেনের ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান। এই গোলের মাধ্যমে এমবাপ্পে ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরিকে ছুঁয়ে ফেলেন। দুজনেরই আন্তর্জাতিক গোল এখন ৫১টি।