সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৫৫ এএম
শক্তি-সামর্থ্য এবং ফিফা র্যাংকিং—সব কিছুতেই দুই দলের ব্যবধান ছিল অনেক বেশি। মাঠের খেলায়ও তার প্রমাণ দিয়েছে ইতালি। বিশ্বকাপ বাছাইপর্বে শুক্রবার রাতের ম্যাচে এস্তোনিয়াকে ৫-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই জয়ে ইতালি নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল এবং পয়েন্ট টেবিলে তাদের অবস্থান আরও মজবুত হলো।
ম্যাচ জুড়ে ৭০ শতাংশ সময় বল দখলে রাখা ইতালি গোলের জন্য ৪০টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, এস্তোনিয়া মাত্র চারটি শট নিতে সক্ষম হয়, যার মধ্যে কেবল দুটি লক্ষ্যে ছিল। ম্যাচের শুরু থেকেই ইতালি আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তৃতীয় মিনিটে প্রথম সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। বিরতির আগে ইতালির আক্রমণ বারবার এস্তোনিয়ার রক্ষণে আটকে যায়।
অবশেষে ম্যাচের ৫৮তম মিনিটে গোলের ডেডলক ভাঙে। মাত্তেও রেতেগির ফ্লিক থেকে বল পেয়ে মোইজে কিন হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। এর ঠিক ১১ মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে রেতেগির অসাধারণ শটে ব্যবধান দ্বিগুণ হয়। তিন মিনিট পর জিয়াকোমো রাসপাদোরি হেড করে ব্যবধান ৩-০ করেন। ম্যাচের শেষ মুহূর্তে রেতেগি এবং বাস্তোনির গোলে ইতালির জয় নিশ্চিত হয়।
এই জয়ে ৩ ম্যাচে দুই জয় নিয়ে ইতালি ৬ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ 'আই'-এর তৃতীয় স্থানে রয়েছে। অন্যদিকে, ৫ ম্যাচে ১ জয় নিয়ে এস্তোনিয়ার সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট। এই গ্রুপের শীর্ষে থাকা নরওয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চূড়ায় রয়েছে।