সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলে প্রার্থী হলেন নারী ফুটবলার নার্গিস

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৩:১০ পিএম

রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলে প্রার্থী হলেন নারী ফুটবলার নার্গিস

ছবি - সংগৃহীত

দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এই প্যানেলে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন, যিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এই প্যানেল ঘোষণা করেন।

ছাত্রদল সমর্থিত এই প্যানেলে বিভিন্ন পদে প্রার্থী করা হয়েছে:

  • সহ-সভাপতি (ভিপি): শেখ নূর উদ্দিন আবীর (লোকপ্রশাসন বিভাগ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ)

  • সাধারণ সম্পাদক (জিএস): নাফিউল ইসলাম জীবন (আরবি বিভাগ, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ)

  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): জাহিন বিশ্বাস এষা (সঙ্গীত বিভাগ, ২০২০-২১ শিক্ষাবর্ষ)

এছাড়াও প্যানেলে অন্যান্য পদে যারা প্রার্থী হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন— সহক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান শাওন, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফী, সহ-সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার আলম অধী, মহিলা বিষয়ক সম্পাদক স্বপ্না আক্তার এবং তথ্য ও গবেষণা সম্পাদক গাজী ফেরদৌস হাসান।

আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখেই ছাত্রদল তাদের প্যানেল চূড়ান্ত করেছে। রাকসুর পাশাপাশি ১৭টি হল সংসদের জন্যও তারা প্যানেল ঘোষণা করেছে। প্যানেল ঘোষণার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সর্দার জহুরুলসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের শিক্ষা অঙ্গনে উৎসবের আমেজ বিরাজ করছে।