সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ধূমপানে ফুসফুস প্রায় শেষ: আরশ খানের অকপট স্বীকারোক্তি

বিনোদন ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:২৩ এএম

ধূমপানে ফুসফুস প্রায় শেষ: আরশ খানের অকপট স্বীকারোক্তি

ছবি - সংগৃহীত

জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা আরশ খান সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের একটি বদভ্যাস নিয়ে সোশ্যাল মিডিয়ায় খোলামেলা কথা বলেছেন। দীর্ঘ ১৯ বছর ধরে ধূমপানের ফলে তার ফুসফুসের প্রায় শেষ অবস্থা বলে তিনি জানিয়েছেন, যা তরুণ প্রজন্মের জন্য একটি সতর্কবার্তা।

ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আরশ খান লিখেছেন, "স্কুল জীবনে বন্ধুদের সাথে সিগারেট খাওয়া শুরু করেছিলাম ফ্লেক্স করতে গিয়ে। ১৯ বছর শেষ। আমার ফুসফুসও প্রায় শেষের দিকে। এখন ফ্লেক্সের বিষয়বস্তু অভ্যাসে পরিণত হয়েছে।"

তিনি আরও জানান, সিগারেট ছাড়ার জন্য তিনি ভেপ ব্যবহার শুরু করেন, কিন্তু এর ফল হয়েছে আরও ভয়াবহ। গত ছয় মাসে ভেপের কারণে তার ফুসফুসের ক্ষতি তিনগুণ বেড়েছে। আরশ খানের মতে, ভেপের কারণে ফুসফুসের যে ক্ষতি হয়, তার কোনো চিকিৎসা নেই এবং ওই অংশটি সারা জীবনের জন্য অকেজো হয়ে যায়।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, "বিশ্বাস করো, সুস্থ থাকার চেয়ে বড় ফ্লেক্স আর কিছু নেই।" যারা ধূমপান শুরু করার কথা ভাবছেন, তাদের এই পথ থেকে দূরে থাকার জন্য তিনি জোরালোভাবে পরামর্শ দেন। তিনি আরও উল্লেখ করেন যে, ধূমপান ছাড়লেও ফুসফুসের স্বাভাবিক হতে ৯ মাস সময় লাগে এবং কিছু ক্ষতি স্থায়ীভাবে রয়ে যায়, যা কখনোই ঠিক হয় না।

আরশ খান ধূমপান এবং ভেপ উভয়কেই এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন, "সিগারেট এমন প্রেমিকা যাকে ছাড়লে একদম ছেড়ে দিতে হবে, সিগারেট ছাড়তে গিয়ে ভেপ নামক প্রেমিকাকে রিবাউন্ড বানানো যাবে না।"