সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৫৪ এএম
অভিনেত্রী জাহ্নবী কাপুরের নতুন ছবি 'পরম সুন্দরী'-তে তার অভিনয় নিয়ে এক নেটপ্রভাবীর ব্যঙ্গাত্মক ভিডিওতে হাসির প্রতিক্রিয়া জানিয়ে সমালোচিত হয়েছেন আরেক অভিনেত্রী সোনম বাজওয়া। এই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের ঝড় উঠেছে।
'পরম সুন্দরী' ছবিতে জাহ্নবী এক দক্ষিণী যুবতীর চরিত্রে অভিনয় করেছেন, যার নাম 'সুন্দরী'। ছবিতে তার সংলাপ বলার ধরন নিয়ে সমালোচকরা প্রশ্ন তুলেছেন।
এর মধ্যে অনালী সেরেজো নামে এক নেটপ্রভাবী জাহ্নবীকে নিয়ে ব্যঙ্গ করে একটি ভিডিও শেয়ার করেন, যা ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওর মন্তব্যে সোনমের হাসির প্রতিক্রিয়া থেকেই বিতর্ক শুরু হয়।
জাহ্নবীর অনুরাগীরা সোনমের এই প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ কেউ সোনমকে নিজের অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে বলেছেন, আবার কেউ মন্তব্য করেছেন যে বলিউড তারকাসন্তানদের মধ্যে প্রকৃত বন্ধুত্ব সম্ভব নয়।
'পরম সুন্দরী' ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। অন্যদিকে সোনম বাজওয়া এখন তার নতুন ছবি 'বাগি ফোর' নিয়ে ব্যস্ত রয়েছেন।