সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৬:৩৬ পিএম
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে খাগড়াছড়ির নিচু এলাকাগুলো হঠাৎ প্লাবিত হয়েছে। এতে শহরের নিচের বাজার, মেহেদীবাগ, গঞ্জপাড়াসহ আশপাশের কয়েক শ ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। আকস্মিক এই বন্যায় চরম বিপাকে পড়েছেন খাগড়াছড়ি শহর ও শহরতলির বাসিন্দারা।
শনিবার দিবাগত রাতে কয়েক ঘণ্টার বৃষ্টির সঙ্গে উজানে পানছড়ি ও পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হওয়ার পর আজ রবিবার সকাল ১০টার দিকে চেঙ্গী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে থাকে। দুপুরের মধ্যেই নদীর দুই কুল উপচে পানি প্রবাহিত হয় নিচু এলাকার দিকে, যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানায়, দুপুরে হঠাৎ পানি বাড়ায় বহু ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালি জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শত শত পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। খাগড়াছড়ি শহরতলির বটতলা বাজারের ব্যবসায়ীরা জানান, সকালে আবহাওয়া স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি দ্রুত বাড়তে থাকে। বেশ কয়েকটি দোকানে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, "সারা দিন আকাশ রৌদ্রোজ্জ্বল থাকলেও উজানে ভারি বর্ষণের কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তার জন্য ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।"
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৫টা) পানি কমতে শুরু করেছে বলে জানা গেছে।