সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:১৬ এএম
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোয়ালন্দ উপজেলার দেওয়ান পাড়া গ্রামের মো. শাফিন সরদার, উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মাসুদ মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, দেওয়ান পাড়া গ্রামের এনামুল হক জনি এবং গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া গ্রামের কাজী অপু।
অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব জানান, গত শুক্রবার রাতে পুলিশের সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম মোল্লা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩ হাজার থেকে সাড়ে ৩ হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এই মামলার সূত্র ধরে গত রাতে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি এক তরুণ ভক্ত নিহত হওয়ার পর নুরাল পাগলার দরবার ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুর করে। এই ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর রয়েছে।