সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:০২ পিএম
এশিয়া কাপে তিনবার ফাইনালে পৌঁছেও শিরোপা জিততে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরতে চায় লিটন দাস-তানজিদ হাসান তামিমরা।রোববার (৭ সেপ্টেম্বর) টুর্নামেন্টে অংশ নিতে দেশ ছাড়ার আগে দলের এই দৃঢ় লক্ষ্যের কথা জানিয়েছেন ক্রিকেটার জাকের আলি অনিক। এরপর দুবাইগামী বিমানে বসে অধিনায়ক লিটন দাসও সামাজিক যোগাযোগ মাধ্যমে একই লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন।
দলের সেরাটা উজার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লিটন তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিমানের সিটে বসে দুটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, "এশিয়া কাপ ২০২৫ মিশন শুরু। দল এবং আমার জন্য বিশ্বের সেরা সমর্থকদের কাছে দোয়া চাই। কথা দিচ্ছি, আরব আমিরাতে নিজেদের সবটা উজাড় করে খেলবে। ম্যাচ ধরে ধরে সামনে এগিয়ে যাবো। আর আমাদের চূড়ান্ত লক্ষ্য শিরোপা জেতা।"
বাংলাদেশ এই টি-২০ ফরম্যাটের এশিয়া কাপে 'বি' গ্রুপে খেলবে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের এশিয়া কাপের যাত্রা শুরু হবে।