রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ, হয়নি গোলের দেখা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:১৭ এএম

নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ, হয়নি গোলের দেখা

ছবি - সংগৃহীত

ফিফা প্রীতি ম্যাচের প্রথম খেলায় স্বাগতিক নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলই সমান তালে লড়াই করলেও কেউ গোলের দেখা পায়নি। পুরো ৯০ মিনিটের খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও গোলের সুযোগ তৈরি হয়েছে তুলনামূলক কম। এই ড্রয়ের ফলে দুই দলেরই জয় অধরা রইল।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা এই ম্যাচে গোলপোস্টে সুজন হোসেনকে বিশ্বাস করে নামান। রক্ষণভাগে ছিলেন তপু বর্মণ ও তারিক কাজী, রাইট ব্যাকে সাদউদ্দিন এবং লেফট ব্যাকে রহমত মিয়া। মাঝমাঠের দায়িত্বে ছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া ও সোহেল রানা। আক্রমণের মূল দায়িত্বে ছিলেন ইব্রাহিম ও রাকিব হোসেন। গোলের দায়িত্ব ছিল সুমন রেজার ওপর।

ম্যাচের শুরুতেই বাংলাদেশ গোল পেয়েছিল, কিন্তু অফসাইডের কারণে তা বাতিল হয়। অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে তপুর হেড কোনোমতে ঠেকিয়ে দেন নেপালের গোলরক্ষক কিরণ চেমজং লিম্বু। ফিরতি শটে জামাল বল জালে পাঠালেও অফসাইডে সেটি বাতিল হয়। নেপালের পক্ষ থেকেও বেশ কিছু আক্রমণ দেখা যায়। ৩০ মিনিটে মানি কুমারের ফ্রি-কিক থেকে জুং কারকির হেড ঠেকিয়ে দেন সুজন হোসেন।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসে। ইব্রাহিমের পরিবর্তে নামানো হয় শাহ রাইয়ান ইমনকে। খেলার ৭২ মিনিটে সুমন রেজার ক্রস থেকে রাকিব হোসেনের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। এর কিছুক্ষণ পর বদলি খেলোয়াড় তাজ উদ্দিনের একটি দূরপাল্লার শট নেপালি গোলরক্ষকের হাত ফসকে গেলেও সামনে কোনো খেলোয়াড় না থাকায় বিপদ ঘটেনি।

শেষ পর্যন্ত দুই দলই আক্রমণ এবং পাল্টা আক্রমণ চালালেও কোনো পক্ষই গোল করতে সক্ষম হয়নি। দুই দলের মধ্যে ফিরতি ম্যাচটি আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।