সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:২৫ এএম
ক্রিশ্চিয়ানো রোনালদো—ফুটবল মাঠের এক অপ্রতিরোধ্য নাম। তাঁর প্রতিটি পদক্ষেপেই নতুন ইতিহাস রচিত হয়। এবার তিনি আবারও শিরোনামে এসেছেন বিশ্বকাপ বাছাইপর্বে তাঁর অসাধারণ পারফরম্যান্সের জন্য। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে পর্তুগাল আর্মেনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে, আর এই জয়ে জোড়া গোল করে রোনালদো তাঁর ক্যারিয়ারের নতুন মাইলফলক ছুঁয়েছেন।
এই ম্যাচটিতে রোনালদো শুধু গোলই করেননি, তিনি পেছনে ফেলেছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। বিশ্বকাপ বাছাইপর্বে এত দিন পর্যন্ত মেসি ও রোনালদো দুজনেরই ৩৬টি করে গোল ছিল। কিন্তু আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচের পর রোনালদোর গোলসংখ্যা বেড়ে হয়েছে ৩৮। মেসি যেখানে ৩৬ গোল করতে ৭২ ম্যাচ খেলেছেন, সেখানে রোনালদো মাত্র ৪৮ ম্যাচেই ৩৮ গোল করে এই রেকর্ড গড়েছেন। এটি আবারও প্রমাণ করে যে রোনালদো কতটা দ্রুত এবং কার্যকরী একজন খেলোয়াড়।
মেসিকে ছাড়িয়ে গেলেও রোনালদোর সামনে এখন আরেকটি বড় চ্যালেঞ্জ—বিশ্বকাপ বাছাইপর্বের সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেওয়া। এই রেকর্ডটি বর্তমানে গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইজের দখলে। ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত রুইজ তাঁর দেশের হয়ে ৪৭ ম্যাচ খেলে ৩৯ গোল করেছেন। রোনালদো এখন রুইজের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে। খুব সম্ভবত আগামী ম্যাচগুলোতে রোনালদো সহজেই এই রেকর্ডটি ভেঙে দেবেন।
রোনালদোর এই অর্জন তাঁর ৬ষ্ঠ বিশ্বকাপ খেলার স্বপ্নের পথে এক বিশাল ধাপ। প্রতি ম্যাচেই তিনি প্রমাণ করছেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। তাঁর ফিটনেস, খেলার প্রতি নিবেদন এবং গোল করার ক্ষুধা এখনও তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা। ফুটবল বিশ্বের সকল ভক্ত এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই ঐতিহাসিক মুহূর্তটির জন্য, যখন রোনালদো কার্লোস রুইজের রেকর্ডটি ভেঙে নতুন ইতিহাস লিখবেন।