রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৫:১০ পিএম

হাতির পিঠে চড়ে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

ছবি - সংগৃহীত

নওগাঁর ধামইরহাটে এক প্রধান শিক্ষককে চাকরি জীবনের শেষ দিনে হাতির পিঠে চড়িয়ে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সুসজ্জিত একটি হাতির পিঠে চড়ে তিনি বাড়ি পর্যন্ত যান। এই ব্যতিক্রমী বিদায় উপলক্ষে হাতির পেছনে একটি শোভাযাত্রা বের করা হয়, যেখানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁর ধামইরহাট উপজেলার চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানীকে এভাবে বিদায় জানানো হয়। প্রধান শিক্ষকের এই রাজকীয় বিদায় দেখতে স্কুল থেকে তার বাড়ি পর্যন্ত রাস্তার দুপাশে শত শত নারী, পুরুষ ও শিশু ভিড় জমিয়েছিল।

সকালে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণ সাজিয়ে তাকে বিদায় সংবর্ধনা দেয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান আলহাজ মো. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী বলেন, "আমাদের বিদ্যালয়ের সুনাম পুরো জেলাজুড়ে রয়েছে।" এই সুনাম যেন তার অবসরের পরেও অক্ষুণ্ণ থাকে—এমন কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের প্রদর্শক হারুন আল রশীদ জানান, এস এম খেলাল ই রব্বানী ১৯৮৭ সালে সহকারী শিক্ষক (গণিত) হিসেবে বিদ্যালয়ে যোগ দেন এবং ২০০১ সালে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন। চলতি বছরের ৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি প্রায় ৩৮ বছর কর্মজীবন শেষ করেছেন এবং তার হাতে গড়া হাজারো শিক্ষার্থী আজ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকারসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।