রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

কুষ্টিয়ায় লালনের আখড়ায় পুলিশ মোতায়েন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:৪০ এএম

কুষ্টিয়ায় লালনের আখড়ায় পুলিশ মোতায়েন

ছবি - সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত লালন শাহের আখড়াবাড়িতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকেই আখড়াবাড়ির প্রধান ফটকে পুলিশ মোতায়েন করা হয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান এই খবরটি নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি রাজবাড়ীতে একটি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের পরিস্থিতি যেন কুষ্টিয়াতে না হয়, সেজন্য বাড়তি সতর্কতা হিসেবে জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে লালন শাহের আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আখড়াবাড়িতে দায়িত্বে থাকা সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেন জানিয়েছেন, রাজবাড়ীর ঘটনার প্রেক্ষিতে তাদের পুলিশ লাইন থেকে এখানে পাঠানো হয়েছে বাড়তি সতর্কতা হিসেবে।

কুমারখালী থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, "সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই শনিবার সকাল থেকে আখড়াবাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।"

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানও একই কথা জানিয়েছেন। তিনি বলেন, "কিছু কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে জেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।" এই পুলিশ মোতায়েনের ফলে লালন আখড়াবাড়িতে দর্শনার্থী এবং স্থানীয়দের মধ্যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।