সেপ্টেম্বর ৭, ২০২৫, ০১:৩৪ পিএম
ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে মডেল ও চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির প্রেম নিয়ে একসময় ব্যাপক আলোচনা ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন যে তাদের সম্পর্ক হয়তো বিয়ে পর্যন্ত গড়াবে। তবে বরাবরই দুজনে এই সম্পর্ককে নিছক বন্ধুত্ব বলে দাবি করেছেন। শেষ পর্যন্ত আফ্রিদি বিয়ে করেছেন ঠিকই, কিন্তু পাত্রী দীঘি নন। পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে।
সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর আফ্রিদি আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। এই পরিস্থিতিতে তার অতীত সম্পর্কগুলোও নতুন করে সামনে আসছে। এবার এই বিষয়ে খোলামেলা কথা বলেছেন চিত্রনায়িকা দীঘি।সম্প্রতি 'কালের কণ্ঠ'র আয়োজনে ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি অনুষ্ঠানে দীঘি এসব কথা জানান। দাউদ হোসাইন রনির উপস্থাপনায় ওই পর্বে দীঘি তার সঙ্গে আফ্রিদির সম্পর্কের শুরু থেকে নানা প্রসঙ্গে কথা বলেন।
আফ্রিদির সঙ্গে প্রথম পরিচয় প্রসঙ্গে দীঘি বলেন, "মাই টিভির একটা প্রোগ্রামে গিয়েছিলাম। ওটাতে সে অ্যাংকর ছিলো। ওখান থেকেই প্রথম দেখা, পরিচয়।" তিনি আরও বলেন, "ওই ইস্যুটা অনেক বেশি ভাইরাল হয়ে যায়। আমরা কেউ রেডি ছিলাম না ওটা এতো ভাইরাল হবে।"
আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড বলে দাবি করতেন—এমন গুঞ্জন শোবিজে ছড়িয়ে পড়েছিল। এ প্রসঙ্গে দীঘি বলেন, "আমরা কখনো এরকম কথা বলিনি। আমি তো বলিনি। আর ও তো আরো বেশি স্ট্রিক্ট ছিল ব্যাপারটাতে।" তিনি জানান, যখন এই গুঞ্জনগুলো খুব বেশি ছড়িয়ে পড়ে এবং খবর হতে শুরু করে, তখন তাদের পরিবার বিব্রত হয়ে পড়েছিল।
দীঘি বলেন, "যে জিনিসটা নিয়ে আমরা অবগত না, কিংবা যে জিনিসটা আমাদের আশেপাশে কেন হবে, এরকম নিউজ কেন হবে? কারণ আমরা এটার জন্য প্রস্তুত না।" তিনি জানান, ব্যক্তিগত বিষয় নিয়ে এমন খবর হওয়ায় তারা এক থেকে দেড় বছর একে অপরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন।