সেপ্টেম্বর ৬, ২০২৫, ১০:৪৭ এএম
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস সম্প্রতি তার রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা এই অভিনেত্রীকে এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে। কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির অনুষ্ঠানে যোগদানের ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। এই আলোচনাকে আরও উসকে দিয়েছেন আরেক আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে একটি পোস্ট দিয়ে পরীমনি অপু বিশ্বাসকে কটাক্ষ করেন। যদিও তিনি পোস্টে কারো নাম উল্লেখ করেননি, তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে তার তীর অপু বিশ্বাসের দিকেই ছিল। কারণ সাম্প্রতিক সময়ে একমাত্র অপু বিশ্বাসকেই আওয়ামী লীগ থেকে বিএনপির মঞ্চে দেখা গেছে। পরীমনি তার পোস্টে লেখেন, "আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি। পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কী জিনিস এটা।"
এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চিত্রনায়ক নিরব হোসেনকে সঙ্গে নিয়ে অপু বিশ্বাস কুষ্টিয়ার খোকসায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শোডাউন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বক্তব্যও রাখেন। এই ঘটনাটি নিয়ে বড়সড়ো বিতর্ক শুরু হয়েছে, কারণ অপু বিশ্বাস আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং দুইবার দলটির মনোনয়নও চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ায় তার এমন রাজনৈতিক পটপরিবর্তন নানা মহলে প্রশ্ন ও বিতর্কের জন্ম দিয়েছে। এই ঘটনা সিনেমার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।