সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

দিনাজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত, মানবিকতার ওপর জোর

মোঃমোমিনুল ইসলাম

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:০৪ পিএম

দিনাজপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত, মানবিকতার ওপর জোর

ছবি - সংগৃহীত

দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে ৮ সেপ্টেম্বর সোমবার একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন যে, শিক্ষার্থীদের শুধু লেখাপড়া নয়, তাদের মানবিকতাও শেখাতে হবে।

তিনি বলেন, প্রজ্ঞা এবং মেধার মধ্যে পার্থক্য আছে; আমাদের প্রজ্ঞাবান হতে হবে এবং সাক্ষরতার হার কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান-এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো দিনাজপুরের সহকারী পরিচালক মো. রেজওয়ান আসিফ, জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা জেসমিনসহ অন্যান্য শিক্ষাবিদ ও কর্মকর্তারা।

আলোচনা সভার দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত তাৎক্ষণিক কুইজে বিজয়ী হয় জিলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. শিহান এবং কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী রাইতা হাসান শাওন।

এ সময় সদর উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা অফিসার মো. গোলাপ হোসেন সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।