সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কী বললেন মাহমুদুর রহমান মান্না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:৪৮ পিএম

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কী বললেন মাহমুদুর রহমান মান্না

ছবি - সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তার দলের শীর্ষ পর্যায় থেকে এমনটাই বলা হচ্ছে। তিনি দেশে ফিরলে দেশের রাজনীতি এবং বিএনপির রাজনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এই বিষয়ে আলোচনা উঠে আসে। যেখানে অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমানের ফেরা সম্পর্কে তার কোনো ধারণা নেই।

তারেক রহমান কেন দেশে ফিরছেন না, তা উল্লেখ করে মান্না বলেন, ‘আমি যে সংকটের কথা বলেছি, সেই সংকটের সঙ্গে তার আসার বা না আসার কোনো সম্পর্ক নেই। ধরেন, কবর থেকে লাশ তুলে যে বীভৎসতা, কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যা হলো, সেটার সঙ্গে তার আসার কোনো সম্পর্ক নেই। কিন্তু বিএনপির কোনো নেতৃত্বস্থানীয় কাউকে আমি এ বিষয়ে খুব স্পষ্ট করে কিছু বলতে শুনিনি। সিকিউরিটি কোশ্চেনটাই তাদের কাছে বড়, এমনটা তারা প্রকাশ্যে বলেছেন বলে আমি দেখিনি। কিছু একটা আছে, যার জন্য আসতে চান না। যেটা আমি জানি না এবং সম্ভবত আর কেউ জানে না। হয়তো তার মা জানেন, হয়তো তার দলের খুবই ঘনিষ্ঠ দু-একজন জানেন।

তারেক রহমানের নেতৃত্ব আগের চেয়ে পরিপক্ক হয়েছে উল্লেখ করে মান্না বলেন, ‘অনেকগুলো বছর তো তিনি নেই দেশে। আগে যখন ছিলেন, তখন হয় জেলে ছিলেন অথবা যখন রাজনীতিতে হাতেখড়ি নিচ্ছিলেন, তখন ছিলেন। ওইভাবে দেখলে পরিপূর্ণভাবে তারেক জিয়াকে আমরা দেখিনি। বিভিন্ন কর্মে বা বিভিন্ন সিদ্ধান্তের সময় তাকে আমরা মাঝে মাঝে দেখেছি। তবে বছরের পর বছর ধরে, এখন মনে হচ্ছে তার শেষ দিকের স্টেটমেন্টগুলো এবং বক্তৃতাগুলো আগের চাইতে রিলেটিভলি ম্যাচিউরড (তুলনামূলক পরিপক্ক)।’