শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

নির্বাচনে জোট নিয়ে এখনই নিশ্চিত নয় বিএনপি: রুমিন ফারহানা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ০১:১০ পিএম

নির্বাচনে জোট নিয়ে এখনই নিশ্চিত নয় বিএনপি: রুমিন ফারহানা

ছবি - সংগৃহীত

এবারের নির্বাচনে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বাঁধবে কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি একটি টক শোতে তিনি এই প্রসঙ্গে বলেন, নির্বাচনের এখনো চার মাস বাকি আছে এবং যদি কোনো জোট হয়, তা এই সময়ের মধ্যে হতে পারে। তবে তিনি একটি বিষয় পরিষ্কারভাবে জানিয়েছেন, অতীতের মতো দলগুলো জোট করে আসন ভাগাভাগি করুক, এমনটি তিনি একজন নাগরিক, আইনজীবী এবং রাজনৈতিক কর্মী হিসেবে চান না।

রুমিন ফারহানা আরও বলেন, যদি কোনো দল অস্বাভাবিক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে মনে হয়, তবে জনগণ তাকে ভোট দিলে তাকে তা পেতে দেওয়া উচিত। তিনি মনে করেন, জোট করে আসন ছেড়ে দেওয়ার মাধ্যমে এবার নির্বাচনে খুব বেশি লাভ হবে না। কারণ, কোনো আসনে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ ব্যক্তিও দাঁড়িয়ে যান, তবে জোটের প্রার্থীর পক্ষে জেতা কঠিন হয়ে যাবে।

জামায়াত ইসলাম বিএনপিকে ছাড়াই একটি জোট করার পরিকল্পনা করছে, যেখানে ডানপন্থী, বামপন্থী এবং মধ্যপন্থী দলগুলো থাকবে বলে স্পষ্ট করা হয়েছে। এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, "কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো।"

আওয়ামী লীগের রাজনীতিতে প্রত্যাবর্তন প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে, নিষিদ্ধ নয়। এটি একটি সরকারি সিদ্ধান্ত। তিনি মনে করেন, যদি সরকার একটি "স্মুথ ল্যান্ডিং" বা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করতে পারতো, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কঠিন হতো। কিন্তু বর্তমানে সরকারের কার্যক্রম এবং বিভিন্ন ঘটনা দেখে মনে হচ্ছে, সরকার যদি নিজেদের কার্যক্রমের মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগের ফিরে আসা কোনোভাবেই ঠেকানো যাবে না।