আগস্ট ৩১, ২০২৫, ০৭:১১ পিএম
সাংবাদিক মোস্তফা ফিরোজ মন্তব্য করেছেন যে, আজ রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শুধু রাজনীতি বা নির্বাচন নিয়ে নয়, বরং স্বয়ং ড. মুহাম্মদ ইউনূসের ভাগ্যও নির্ধারণ করে দিতে পারে। শনিবার (৩১ আগস্ট) নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস বাংলা’র এক ভিডিওতে তিনি এমন মন্তব্য করেন।
মোস্তফা ফিরোজের মতে, রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রস্তাব এবং দাবির মধ্যে মতানৈক্য রয়েছে। যদি এই বৈঠকে দলগুলো তাদের অবস্থানে অনড় থাকে, তবে একটি ভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। তিনি বলেন, এমন পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূস অস্বস্তি বোধ করতে পারেন এবং বলতে পারেন, “আমি তো এগুলোর মধ্যে নেই। তাহলে আমি বিদায় হই, তোমরা যা খুশি তা-ই করো।” রাজনৈতিক দলগুলোকে এই সম্ভাবনা নিয়ে ভেবে দেখার পরামর্শ দেন তিনি।
মোস্তফা ফিরোজ তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গঠন নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এটি একটি “বড় ভুল” ছিল যে রাজনৈতিক দলগুলো জাতীয় সরকার গঠনের সিদ্ধান্ত নেয়নি। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে "তেল-মবিল ছাড়া ইঞ্জিন" এর সঙ্গে তুলনা করে বলেন যে, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এই সরকার চলতে পারবে না, এবং এর দুর্বলতা পদে পদে প্রমাণিত হচ্ছে।