আগস্ট ২৩, ২০২৫, ১০:২৮ এএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিছিল করা কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার তার মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাকে নিয়ে কলকাতার রাজারহাট নিউটাউনে অবস্থান করছেন বলে অভিযোগ উঠেছে। পূর্ণিমা রানী শীল লগ্নজিতা নামের এক তরুণী শনিবার (২৩ আগস্ট) এক ফেসবুক পোস্টে এই অভিযোগ করেন, যা সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
ওই তরুণী তার পোস্টে বলেন, "বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছিল। এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কি না আওয়ামী লীগের খেয়ে পরে মোদির সরকারের বিরুদ্ধে রাস্তায় কাট মোল্লা নিয়ে মিছিল করে সে কেন ভারতের মাটিতে।" তিনি আরও অভিযোগ করেন, ২০২১ সালে বাংলাদেশে দুর্গাপূজায় হামলার পেছনে এই বাহার উদ্দিন বাহার জড়িত ছিলেন।
ওই তরুণী ভারত সরকারের কাছে বাহারকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন, "এই বাংলাদেশি রাজাকার আলবদরকে কোনো রকম সাপোর্ট করা কি ভারত সরকারের উচিৎ? অবিলম্বে আইনের আওতায় আনা হোক..রাজ্যে ও কেন্দ্র উভয় সরকারকে আবেদন জানাচ্ছি...!"
উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে আ ক ম বাহাউদ্দীন বাহারের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে দেখা যায়নি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো ২০২১ সালের দুর্গাপূজায় সহিংসতার ঘটনা, যা নিয়ে দেশে ও বিদেশে সমালোচনা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার এই অভিযোগটি এখনও কোনো নির্ভরযোগ্য সূত্র বা কর্তৃপক্ষের দ্বারা যাচাই করা হয়নি। তবে এটি অনলাইন প্ল্যাটফর্মে ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছে।