সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৫:৫২ পিএম
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ সিলেট কারাগার থেকে ভার্চুয়াল হাজিরা চেয়েছেন। আইনজীবীর মাধ্যমে তিনি এই আবেদন করেন।সোমবার (৮ সেপ্টেম্বর) এই বিষয়ে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ‘আসামির বয়স ৭৭ বছর। এ বিবেচনায় আসামিকে সিলেট কারাগারে রেখেই যাতে ভার্চুয়াল হাজিরা দেওয়া যায়, সেই আবেদন করা হয়েছে। আমরা এই আবেদনের বিষয়ে আপত্তি জানাইনি। আদালত পরবর্তীতে এ বিষয়ে আদেশ দেবেন। এদিন তাকে আদালতে হাজির করা হয় এবং শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
এর আগে গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন রাজধানীর পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে করা একটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
গত বছরের ৩০ অক্টোবর দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম বাদী হয়ে ইমরানের বিরুদ্ধে মামলা করেন। এতে বলা হয়েছে, আসামি ইমরান আহমদ জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণভাবে ৯০ লাখ ৬৭ হাজার ৪২৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। একইসঙ্গে তার ও তার প্রতিষ্ঠানগুলোর নামে পরিচালিত ৫টি ব্যাংক হিসাবে ৬ কোটি ৪ লাখ ১৩ হাজার ৪৮৪ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন।