মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার হোতা গ্রেফতার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৯:০৭ পিএম

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার হোতা গ্রেফতার

ছবি - সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার মূল হোতা এস এম দ্বীন ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের বটতলা এলাকার একটি ভাড়া বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। গ্রেফতার এড়াতে তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, ইউএনও এবং বিভিন্ন সরকারি স্থাপনায় দফায় দফায় হামলা চালায়।

এই হামলার সময় এনসিপির নেতাকর্মীরা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই তাদের মঞ্চে হামলা ও চেয়ার ভাঙচুর করা হয়।

এই হামলার মূল হোতা হিসেবে সরকারি বঙ্গবন্ধু কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম দ্বীন ইসলামের নাম উঠে আসে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে করা মামলায় তাকে আসামি করা হয়। ঘটনার পর থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় করা বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি দ্বীন ইসলাম।