মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

সৈয়দপুরে বিএনপির কমিটিতে আ.লীগের ৫ নেতার পদ লাভ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৮:৫০ পিএম

সৈয়দপুরে বিএনপির কমিটিতে আ.লীগের ৫ নেতার পদ লাভ

ছবি - সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নবগঠিত ওপেন লাইন শাখার এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটের কমিটিতে পদ পেয়েছেন আওয়ামী রেলওয়ে শ্রমিকলীগের পাঁচ নেতা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন দলের নেতাকর্মীরা। রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার রোববার (৭ সেপ্টেম্বর) রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৫ আগস্ট রেলওয়ে জাতীয়তাবাদী ওপেন লাইন শাখার এস.এস.এ.ই/ওয়ে সেকশন ইউনিটের ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটিতে আওয়ামী লীগের সাবেক কমিটির কার্যকরী সভাপতি আতাউল ইসলামকে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি, আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক, শ্রমিক লীগের কার্যকরী সদস্য সানাউল হককে সাংগঠনিক, শ্রমিক লীগের উপদেষ্টা সদস্য লিটন খাঁনকে আইনবিষয়ক সম্পাদক এবং উপদেষ্টা সদস্য মমিনুর রহমান বসুনীয়াকে কার্যকরী সদস্য করা হয়েছে।

এতে ক্ষুব্ধ শ্রমিকদলের নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগপন্থী শ্রমিক ও কর্মচারী দিয়ে শ্রমিকদলের কমিটি করা ঠিক হয়নি। এতে প্রকৃত বিএনপি কর্মীরা হতাশ হয়েছেন। একাধিক জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দাবি করেছেন যে, এর মধ্য দিয়ে স্বৈরাচার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে।

এ বিষয়ে শ্রমিক দলের সভাপতি নির্বাচিত হওয়া শ্রমিক লীগ নেতা আতাউল ইসলাম বলেন, ‘স্বৈরাচার সরকারের আমলে চাপে পরে আমরা শ্রমিক লীগ করতাম। তবে কমিটির কর্মকাণ্ডে সক্রিয় ছিলাম না। কাজের স্বার্থেই ওই দলে যুক্ত ছিলাম।’রেল শ্রমিক ও কর্মচারী দলের ওপেন লাইন শাখার সভাপতি আব্দুল করিম বলেন, ‘যাদেরকে কমিটিতে রাখা হয়েছে তারা ভালো মানুষ। তারা চাপে পড়ে শ্রমিক লীগ করেছেন। তাদের আওয়ামী লীগ করার মনোভাব ছিল না। ৫ আগস্টের পর শ্রমিকদলের ডি ফরম পূরণ করেছেন, এই কারণে আমরা তাদেরকে কমিটিতে রেখেছি।’

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, ‘আওয়ামী লীগপন্থি শ্রমিক দিয়ে কমিটি গঠনের পর আমরা বিষয়টি জেনেছি। এটা আমাদের অঙ্গ-সংগঠন রাজনৈতিক জেলা শ্রমিক দলের অন্তর্ভুক্ত। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টি কেন্দ্রে জানাব। বিএনপির মূলনীতি হলো কোনো আওয়ামীপন্থির স্থান হবে না। আমরা সেই পন্থায় কাজ করব।’