সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:০২ পিএম
অপেক্ষার পালা শেষ হতে চলল। আগামীকাল ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৭তম এশিয়া কাপ টি-টোয়েন্টি। মোট ২০ দিনের এই মহাযজ্ঞ চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে আবুধাবি ও দুবাইয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ডাবল হেডার দিনে দুটি ম্যাচ যথাক্রমে স্থানীয় সময় বিকেল ৪টা ও সন্ধ্যা ৬:৩০টায় অনুষ্ঠিত হবে।কেন আয়োজক হলো আমিরাত? মূল আয়োজক দেশ ভারত হলেও রাজনৈতিক কারণে ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে পারে না। ফলে নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ আয়োজন করা হয়েছে।
সংক্ষিপ্ত ইতিহাস ও ফরম্যাট এশিয়া কাপের প্রথম আসর হয় ১৯৮৪ সালে। শুরুতে এটি ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হলেও বর্তমানে বিশ্বকাপ সূচি অনুযায়ী ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই আয়োজিত হচ্ছে। এবারের আসর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বেশ গুরুত্বপূর্ণ।
অংশগ্রহণকারী দল ও ফরম্যাট এশিয়া কাপ ২০২৫-এ মোট ৮টি দল অংশগ্রহণ করছে: ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। দলগুলো দুটি গ্রুপে বিভক্ত। গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, পাকিস্তান, ইউএই, ওমান। গ্রুপ ‘বি’-তে আছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা। প্রতিটি দল গ্রুপে একবার করে খেলবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সুপার ফোরে যাবে। সুপার ফোর থেকে সেরা দুই দল ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনালে মুখোমুখি হবে।
ভারত-পাকিস্তান দ্বৈরথ এশিয়া কাপের সবচেয়ে আলোচিত লড়াই ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ থাকলেও এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টে এই রোমাঞ্চকর লড়াই বজায় থাকে।
নজরকাড়া খেলোয়াড় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ চ্যাম্পিয়ন ভারত পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামছে, যেখানে তরুণ তারকা অভিষেক শর্মা আলোচনার কেন্দ্রবিন্দুতে। পাকিস্তানের নতুন ব্যাটিং লাইনআপের খেলোয়াড়রা—সালমান আলি আগা, সাহিবজাদা ফারহান, হাসান নবাজ—দায়িত্ব কাঁধে নেবেন। বাংলাদেশ তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে দল সাজিয়েছে। আফগানিস্তান থেকে এএম গাজানফার, ইউএই থেকে মোহাম্মদ ওয়াসিম এবং হংকং থেকে ইয়াসিম মুর্তাজার মতো খেলোয়াড়রাও নজর কাড়তে পারেন।