সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৪৩ এএম
ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে এক বিশাল জয় পেয়েছে। মিকেল মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে দলটি ৬-০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে। এই জয়ের ফলে তারা গ্রুপে নিজেদের অবস্থান আরও মজবুত করল।
রবিবার রাতে কনিয়ার আতাতুর্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের আক্রমণ ছিল শুরু থেকেই অপ্রতিরোধ্য। ম্যাচের মাত্র ৫ মিনিটেই নিকো উইলিয়ামস এবং পেদ্রি গোলের সুযোগ তৈরি করলেও স্বাগতিক গোলরক্ষক উগুরকান চাকিরের দক্ষতায় তা সম্ভব হয়নি। তবে এরপরই পেদ্রি বাঁ দিক থেকে আক্রমণ চালিয়ে গোল করে দলকে এগিয়ে নেন।
২২ মিনিটে মেরিনো তার প্রথম গোলটি করেন, যা দলীয় প্রচেষ্টার ফল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেদ্রির পাস থেকে আরেকটি গোল করে তিনি ব্যবধান ৩-০ তে নিয়ে যান। বিরতির পর ৫৩ মিনিটে ফেরান তোরেস চতুর্থ গোলটি করেন এবং চার মিনিট পর দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। ম্যাচের শেষ গোলটি আসে ৬২ মিনিটে, যখন পেদ্রি নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়ারজাবালের থ্রু পাস থেকে।
ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে মেরিনো বলেন, "এটি আমার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। মিডফিল্ডার হিসেবে গোল করা সবসময়ই বিশেষ। আমি গত বছর থেকে কিছুটা আক্রমণাত্মক খেলছি এবং দলকে গোল দিয়ে সাহায্য করতে পারছি। এটি আমাকে অনেক আনন্দ দেয়।"
এই জয়ের মাধ্যমে স্পেন ‘গ্রুপ ই’ তে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে, যা তাদের বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে দিয়েছে।