সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ডিপাই নেদারল্যান্ডসের সর্বকালের শীর্ষ গোলদাতা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১১:১০ এএম

ডিপাই নেদারল্যান্ডসের সর্বকালের শীর্ষ গোলদাতা

ছবি - সংগৃহীত

নেদারল্যান্ডসের তারকা ফরোয়ার্ড মেমফিস ডিপাই দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছেন। রোববার রাতে লিথুয়ানিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তিনি এই অসাধারণ কীর্তি গড়েন। এই ম্যাচে জোড়া গোল করে তিনি স্বদেশী কিংবদন্তী রবিন ফন পার্সির ৫০ গোলের রেকর্ড ভেঙে দেন।

খেলা শুরু হওয়ার মাত্র ১১ মিনিটেই ভলিতে গোল করে ডিপাই তার আন্তর্জাতিক গোলের সংখ্যা ৫১-তে নিয়ে যান এবং ফন পার্সিকে পেছনে ফেলেন। তার এই গোলের পর কুইন্টেন টিমবারের গোলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ডাচরা। তবে দ্বিতীয়ার্ধে লিথুয়ানিয়া গভিডাস গিনেটিস এবং এডভিনাস গির্ডভাইনিসের গোলে দ্রুত সমতায় ফেরে।

এরপর ৬৩ মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে হেডে আরও একটি গোল করে ডিপাই নেদারল্যান্ডসের জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে তার আন্তর্জাতিক গোলের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫২, যা ফন পার্সির চেয়ে দুটি বেশি। তার এই অসাধারণ পারফরম্যান্স দলকে ৩-২ গোলের জয় এনে দেয়।

ম্যাচ শেষে ডিপাই তার এই অর্জনের জন্য গর্ব প্রকাশ করেন। তিনি বলেন, "আমি অত্যন্ত গর্বিত। পার্সির রেকর্ড ভাঙতে পেরে খুশি। আমার পুরনো সতীর্থরা আমাকে প্রেরণা দিয়েছে।"

ডিপাই ২০১৩ সালে নেদারল্যান্ডসের জাতীয় দলে অভিষেক করেন এবং ২০১৪ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেন। তিনি পিএসভি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিঁও, বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের মতো বড় বড় ক্লাবে খেলেছেন এবং বর্তমানে তিনি ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সের হয়ে খেলছেন।