মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

ওয়ানডেতে সর্বোচ্চ রানের জয়, ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:৩৬ এএম

ওয়ানডেতে সর্বোচ্চ রানের জয়, ইংল্যান্ডের নতুন বিশ্ব রেকর্ড

ছবি- সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে রানের দিক থেকে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড গড়েছে ইংল্যান্ড। রবিবার (৭ সেপ্টেম্বর) সাউদাম্পটনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪১৫ রান করার পর প্রোটিয়াদের মাত্র ৭২ রানে গুটিয়ে দিয়ে ৩৪২ রানের বিশাল ব্যবধানে জয় পায় ইংলিশরা। এর আগে এই রেকর্ডটি ছিল ভারতের দখলে, যারা ২০২৩ সালে শ্রীলঙ্কাকে ৩১৭ রানে হারিয়েছিল। এখন ওয়ানডেতে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

এই ম্যাচে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরিতে ভর করে ইংল্যান্ড ৫ উইকেটে ৪১৪ রান সংগ্রহ করে। জবাবে দক্ষিণ আফ্রিকা ২০.৫ ওভারে মাত্র ৭২ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি, তাই ১০ জন ব্যাটারই খেলেছেন।

এ নিয়ে ওয়ানডেতে অন্তত পাঁচটি ম্যাচে কোনো দল ৩০০ রানের বেশি ব্যবধানে জয় পেল। এর মধ্যে চারটি জয়ই এসেছে ২০২৩ সালে। ওই বছরই ভারত-শ্রীলঙ্কার সিরিজে দুইবার ৩০০-এর বেশি রানের ব্যবধানে জয়ের ঘটনা ঘটেছিল। মুম্বাইয়ে ভারতকে ৩০২ রানে হারানোর পর তিরুবনন্তপুরমে ৩১৭ রানে হারিয়েছিল শ্রীলঙ্কা। যা এতদিন সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল।

এছাড়া ওয়ানডে বিশ্বকাপে দিল্লিতে নেদারল্যান্ডসকে ৩০৯ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এটি সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ডে তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে রয়েছে জিম্বাবুয়ে, যারা হারারে স্পোর্টস ক্লাবে যুক্তরাষ্ট্রকে ৩০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছিল।

বাংলাদেশ দলও ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রানের ব্যবধানে জয় পেয়েছে ২০২৩ সালে। সে বছর সিলেটে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছিল টাইগাররা। একই ভেন্যুতে ২০২০ সালে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। এই তালিকার তৃতীয় স্থানে আছে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে ১৬৩ রানের জয়।