সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

এশিয়া কাপে আম্পায়ারিংয়ের দায়িত্বে দুই বাংলাদেশি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০২:৩৩ পিএম

এশিয়া কাপে আম্পায়ারিংয়ের দায়িত্বে দুই বাংলাদেশি

ছবি - সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সম্প্রতি এশিয়া কাপ ২০২৫-এর জন্য আম্পায়ারদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে। এবারের আসরে মোট দশজন আম্পায়ার দায়িত্ব পালন করবেন, যাদের নির্বাচন করা হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্য থেকে।এই মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি আম্পায়ার—গাজী সোহেল এবং মাসুদুর রহমান মুকুল। অভিজ্ঞ এই দুই আম্পায়ারকে টুর্নামেন্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করতে দেখা যাবে।

বাংলাদেশি আম্পায়ারদের পাশাপাশি তালিকায় আরও রয়েছেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজতুল্লাহ সাফি, পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলঙ্কার রাভীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পেরেরা, ভারতের রোহন পণ্ডিত ও বিরেন্দ্র শর্মা। আইসিসির আন্তর্জাতিক প্যানেলভুক্ত কয়েকজন আম্পায়ারও এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। প্রতিটি ম্যাচে ভিন্ন দেশের আম্পায়ার নিয়োগের মাধ্যমে নিরপেক্ষতা নিশ্চিত করা হবে।

গাজী সোহেলের ম্যাচসমূহ:

  • ১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, অন-ফিল্ড আম্পায়ার

  • ১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, টিভি আম্পায়ার

  • ১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, অন-ফিল্ড আম্পায়ার

  • ১৭ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আম্পায়ার।

মাসুদুর রহমান মুকুলের ম্যাচসমূহ:

  • ১০ সেপ্টেম্বর: ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত, চতুর্থ আম্পায়ার

  • ১২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম ওমান, অন-ফিল্ড আম্পায়ার

  • ১৪ সেপ্টেম্বর: ভারত বনাম পাকিস্তান, অন-ফিল্ড আম্পায়ার

  • ১৫ সেপ্টেম্বর: শ্রীলঙ্কা বনাম হংকং, টিভি আম্পায়ার।

৮টি দলের অংশগ্রহণে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে। এই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে বাংলাদেশের এই দুই আম্পায়ারও দায়িত্ব পালন করবেন।