সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে ৪১ পদে চাকরির সুযোগ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:৩৬ পিএম

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিতে ৪১ পদে চাকরির সুযোগ

ছবি - সংগৃহীত

রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) এবং নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত বিদ্যুৎ উৎপাদন সংস্থা আরএনপিএল জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চারটি পদে মোট ৪১ জন কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেবে। ১৯ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। নির্বাচিত প্রার্থীরা নিয়মিত বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

পদের বিবরণ ও অন্যান্য তথ্য নিচে দেওয়া হলো:

১. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইনভেস্টিগেশন): এই পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ৪০,০০০ টাকা, পাশাপাশি বাসাভাড়া, ট্রান্সপোর্ট, মেডিকেলসহ অন্যান্য সুবিধা মিলবে। প্রার্থীর বয়স ১৯ আগস্ট ২০২৫ তারিখে ৩৫-৪৫ বছরের মধ্যে হতে হবে।

২. জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি): পদসংখ্যা ২টি। এই পদের জন্য মূল বেতন ৪০,০০০ টাকা। প্রার্থীর বয়স ১৯ আগস্ট ২০২৫ তারিখে ৩৫-৪৮ বছরের মধ্যে হতে হবে। বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধা থাকবে।

৩. সিকিউরিটি সুপারভাইজার: ৮টি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৩,০০০ টাকা, সঙ্গে অন্যান্য সুবিধা। প্রার্থীর বয়স ১৯ আগস্ট ২০২৫ তারিখে ৩৫-৪৫ বছরের মধ্যে হতে হবে।

৪. সিকিউরিটি গার্ড: এই পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ১৫,৫০০ টাকা। প্রার্থীর বয়স ১৯ আগস্ট ২০২৫ তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। এই পদেও নিয়মিত বেতনের পাশাপাশি অন্যান্য সুবিধা পাওয়া যাবে।

আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র উল্লেখিত ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে পারবেন।