মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

বিসিবির মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:১৭ এএম

বিসিবির মনোবিদ নিয়োগের সিদ্ধান্ত আপাতত স্থগিত

ছবি- সংগৃহীত

গত দুই বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে মনোবিদরা কাজ করলেও তা ছিল স্বল্প সময়ের জন্য। ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়। তবে এবার দীর্ঘ মেয়াদের জন্য একজন মনোবিদ নিয়োগের যে চিন্তা ছিল, সেই পরিকল্পনা থেকে আপাতত সরে এসেছে বিসিবি।

গুঞ্জন ছিল, লম্বা সময়ের জন্য মনোবিদ ডেভিড স্কটকে নিয়োগ দেওয়া হবে। কিন্তু স্কটের সঙ্গে সময়ের অমিল হওয়ায় সেই নিয়োগপত্র চূড়ান্ত হয়নি। বিসিবি সূত্র জানিয়েছে, তাদের এই চিন্তা এখনও পুরোপুরি বাতিল হয়নি। ভবিষ্যতে সুযোগ পেলে আবারও এই মনোবিদকে আনার কথা বিবেচনা করা হবে।

এর আগেও বাংলাদেশ দলে মনোবিদরা কাজ করেছেন। ২০০৩ সালের বিশ্বকাপের আগে প্রথমবার অস্ট্রেলিয়া থেকে একজন মনোবিদ আনা হয়েছিল। এরপর থেকে দেশি-বিদেশি অনেক মনোবিদই টাইগার ক্রিকেটারদের সঙ্গে কাজ করেছেন, তবে তাদের বেশিরভাগই ছিলেন স্বল্প সময়ের জন্য। উল্লেখ্য, এর আগে ডেভিড স্কট বাংলাদেশে এসে ইমার্জিং দলের সঙ্গে কাজ করেছিলেন।