সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৩:০১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানিয়েছেন যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের 'শর্ট মেমোরি লস' হয়নি। সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মাথায় আঘাত থাকলেও এ ধরনের আঘাতে স্মৃতিশক্তি হারানোর সম্ভাবনা নেই।
হাসপাতাল পরিচালক জানান, নুরকে প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে।
ধীরে ধীরে অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তার নাকে তিনটি আঘাত রয়েছে, যার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে, তবে হাড় ভাঙেনি। চোখের আঘাতও গুরুতর নয়।
ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন, মাথায় সামান্য রক্তক্ষরণ ছিল, যা দ্বিতীয় সিটি স্ক্যান রিপোর্টে ঠিক হয়ে গেছে। বর্তমানে নুরের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। গত রাত থেকে তার জ্বর, সর্দি ও কাশি দেখা দিয়েছে, যার জন্য মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখছেন।
হাসপাতাল পরিচালক জানান, নুরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে। তার পুরোপুরি সুস্থ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।